পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
করোনায় দেশের অটোমোবাইল খাতের ক্ষতি কাটিয়ে উঠতে যন্ত্রাংশ আমদানিতে এক বছরের জন্য সব ধরণের শুল্ক মুক্ত সুবিধার দাবি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) এক ভার্চূয়াল সেমিনারে এ দাবি জানায় বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বেলার্স অ্যান্ড ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন-বামা সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এছাড়াও দেশের সড়কে পিকআপের প্রয়োজনীয়তা উল্লেখ করে এর নিবন্ধন সুবিধা দেয়ারও দাবি জানিয়েছেন ব্যবসায়িরা। তারা বলেন, জরুরি পণ্য আনা নেয়ায় পিকআপের ব্যবহার বাড়লেও এখনো হালকা যান হিসেবে এর নিবন্ধন দেয় বিআরটিএ। এর ফলে পিকআপ বাজারজাতে বাধা সৃষ্টি হচ্ছে।
এ সময় এ খাতের ব্যবসায়িরা জানান, করোনার কারণে গেল তিন মাসে দেশের অটোবাইল খাতে ৬ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।