Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত ৪৩ জন সম্পর্কে যা বলা হয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ৩:৩৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৫৪৫ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২ টি নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৪১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ৮’শ ৮০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা।

এদিকে, মৃত ৪৩ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১১-২০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৮ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৫ জন ও ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।

এছাড়া, হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩০ জন, বাড়িতে ১২ এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ