পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নগরীকে বাসযোগ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। কেউ দায়িত্বে অবহেলা করলে অবশ্যই শাস্তি পেতে হবে। ড্রেন-নর্দমা-খালের ময়লা পরিষ্কার করার পর সেই ময়লা উন্মুক্ত স্থানে ফেলে রাখা হলে সেবা সংস্থা ওয়াসাকেও জরিমানা করা হবে। কর্তব্যে অবহেলা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। গতকাল ডিএসসিসির ২২ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় বছরব্যাপী নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। রাখলে জরিমানা করা হবে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নগরীকে পরিচ্ছন্ন বাসযোগ্য রাখতে হলে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কোথাও যদি নর্দমা আটকে যায়, যদি উপচে পড়ে কিংবা যদি কোথাও পানিবদ্ধতার সৃষ্টি হয় তাহলে কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয় তাহলে আমাকে জানাবেন।
এর আগে সকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস নগরীর ৩৩ নং ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমায়ও বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।