Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিয়োগের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের অবস্থান ধর্মঘট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ৭:৪১ পিএম

কারিগরি শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের মামলয় স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৩ সালের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এতে যে সব মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ইতোমধ্যে পেরিয়েছে তাদেরসহ অন্ততপক্ষে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে এডহক ভিত্তিতে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছে বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিপিএসএমটিএ)। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট থেকে এ দাবি জানানো হয়।

রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা কয়েক শ’ মেডিকেল টেকনোলজিস্ট মহাখালীস্থ স্বাস্থ্য ভবনে সমবেত হয়ে অবস্থান ধর্মঘট পালন করে। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে বিতর্কিত ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশ অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি এ অনিয়মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া স্বেচ্ছাসেবক/অস্থায়ী ভিত্তিতে/ মাস্টাররোল এর মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে সৃষ্ট ১২শ’ মেডিকেল টেকনোলজিষ্ট পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিধি মোতাবেক নিয়োগ দিতে হবে।

বক্তারা বলেন, ২০০৭ সালের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ দীর্ঘদিনেও বাস্তবায়ন না করায়, সুপ্রিমকোর্টের আদেশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট প্রায় দীর্ঘ চার বছরেও বাস্তবায়িত না হওয়া এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্ত স্বাস্থ্য বিভাগ বাস্তবায়নে গড়িমসি করায় ১২ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ নেই। এক যুগ নিয়োগ না থাকার কয়েক হাজার মেডিকেল টেকনোলজিস্টের চাকরিতে প্রবেশের বয়সসীমা পেরিয়ে গেছে। বিশেষ করে ২০১৩ সালের নিয়োগে আবেদন করা মেডিকেল টেকনোলজিস্টদের সিংহভাগের চাকরিতে প্রবেশের বয়সসীমা নাই। স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা করে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিষ্টকে নির্বাহী আদেশে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এডহক ভিত্তিতে অধিকহারে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিলে করোনা রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষানিরীক্ষায় সৃষ্ট জটিলতা যেমনÑ দূর হবে তেমনি সাধারণ রোগীদের পরীক্ষা নিরীক্ষার বিষয়টিও সহজতর হবে।

এ সময় তারা সুপ্রিমকোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশ করাদেরকে স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়ার দাবি জানান। একই দাবিতে আগামীকাল সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮ টায় আবারো স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটির নেতৃবৃন্দ।

অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন বিপিএসএমটিএ’র সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন মহাসচিব সিরাজুল ইসলাম, আব্দুল জলিল, শেখ সাদি, রিপন কুমার, শাকিল উদ্দিন, আওয়াফ সিদ্দিক, মোখলেছুর রহমান প্রমুখ।



 

Show all comments
  • জাহা্ঙগীর আলম ২১ জুন, ২০২০, ১১:৫৪ পিএম says : 0
    আমার কথা হল যখন মেডিকেলটেকনোলজিস্ট নিয়োগ এর জন্য আন্দোলন করা হয় নিয়োগ না দিয়ে স্বাস্থ্যঅধিদপ্তর সেচ্ছাসেবী নিয়ে আসে। কিছু অসাধু কর্মকর্তা এবং দালাল চক্র। প্রধান মন্ত্রীর আদেশ দিল যে যত টেকনোলজিস্ট দরকার আমরা নিব। কিন্তুু ৩ হাজার মেডিকেলটেক নোলজিস্ট নেওয়ার কথা থাকলেও সেখানে ১৮০০ টেকনিশিয়ানপোস্ট তৈরি করা হয়। যে দেশের এই মহামারির সময় দরকার ছিল না। এখানেও স্বাস্থ্যঅধিদপ্তর ধান্ধা করেছ। কারন প্রধান মন্ত্রী জানেননা কোনটা টেকনোলজিস্ট আর কোনটা টেকনিশিয়া। আসলে এই টেকনেশিয়ান নাম টা ছিল আগে। বিশ বছর পার হয়েছ। বর্তমানে যেটা মেডিকেকেল টেকনোলজিস্ট পদব। এট স্বাস্থ্যঅধিদপ্তর ভাল করে জানে। কিন্তুু কিছু অসাধু কর্মকর্তার কারনেই আজ স্বাস্থ্য ক্ষাতের আজ এই অবস্থা। আর সরকারের সন্মানটুকু বজায় নষ্টকর।
    Total Reply(0) Reply
  • জাহা্ঙগীর আলম ২৭ জুন, ২০২০, ১:৫৫ এএম says : 0
    আমার কথা হল যখন মেডিকেলটেকনোলজিস্ট নিয়োগ এর জন্য আন্দোলন করা হয় নিয়োগ না দিয়ে স্বাস্থ্যঅধিদপ্তর সেচ্ছাসেবী নিয়ে আসে। কিছু অসাধু কর্মকর্তা এবং দালাল চক্র। প্রধান মন্ত্রীর আদেশ দিল যে যত টেকনোলজিস্ট দরকার আমরা নিব। কিন্তুু ৩ হাজার মেডিকেলটেক নোলজিস্ট নেওয়ার কথা থাকলেও সেখানে ১৮০০ টেকনিশিয়ানপোস্ট তৈরি করা হয়। যে দেশের এই মহামারির সময় দরকার ছিল না। এখানেও স্বাস্থ্যঅধিদপ্তর ধান্ধা করেছ। কারন প্রধান মন্ত্রী জানেননা কোনটা টেকনোলজিস্ট আর কোনটা টেকনিশিয়া। আসলে এই টেকনেশিয়ান নাম টা ছিল আগে। বিশ বছর পার হয়েছ। বর্তমানে যেটা মেডিকেকেল টেকনোলজিস্ট পদব। এট স্বাস্থ্যঅধিদপ্তর ভাল করে জানে। কিন্তুু কিছু অসাধু কর্মকর্তার কারনেই আজ স্বাস্থ্য ক্ষাতের আজ এই অবস্থা। আর সরকারের সন্মানটুকু বজায় নষ্টকর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ