পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বৈদেশিক মুদ্রার লেনদেনকারী অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে। এতদিন শুধুমাত্র অফশোর ব্যাংকিং ইউনিট থেকে এই বিল পরিশোধের সুযোগ ছিল। অফশোর ব্যাংকিংয়ের নিয়মনীতির কারণে রফতানি বিল পরিশোধে সমস্যা হচ্ছিল। তাই রফতানি খাতকে উদ্বুদ্ধ করতে কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা দিল।
রোববার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে প্রকাশিত এক সার্কুলারের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সার্কুলারের বলা হয়, এখন থেকে এডি ব্যাংকগুলো নিজস্ব উৎস থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে। কিন্তু অফশোর ব্যাংকিংয়ের তহবিল ছাড়া অন্য উৎস থেকে এই বিল পরিশোধের কোনো অনুমতি ছিল না এতদিন। এই বিল পরিশোধের বাইরের খাতে টাকা ব্যায় না করারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।