Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮৭ জন যাত্রী নিয়ে লন্ডন গেল বিমান

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ৪:০৩ পিএম

করোনার কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ফের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটের ফ্লাইট শুরু করলো। ১৮৭ জন যাত্রী নিয়ে আজ রবিবার (২১ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ১৮৭ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে।
জানা গেছে, উড়োজাহাজটিতে ২৭১ আসন থাকলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বাস্থ্য বিধি মেনে ২৫ শতাংশ আসন খালি রেখে যাত্রী পরিবহন করা হচ্ছে। ১৬ জুন থেকে ফ্লাইট চালুর অনুমতি পেলেও বিমান আজ থেকে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট শুরু করলো।
১১ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে ১৬ জুন থেকে সীমিত পরিসরে যুক্তরাজ্য ও কাতারে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু অনুমতি দেয়। প্রাথমিকভাবে ঢাকা-লন্ডন-ঢাকা যাত্রী পরিবহন করা যাবে। অন্য দিকে দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করা যাবে।
এদিকে ১ জুন থেকে দেশের অভ্যন্তরে ফ্লাইট চালু হয়। তবে যাত্রী সংকটে ক্রমাগত ফ্লাইট বাতিল করতে হয়েছে বিমানকে। সংকটে কাটিয়ে উঠতে বিমান অভ্যন্তরীণ রুটে চার্টার ফ্লাইট সুবিধার ঘোষণা দেয়। যাওয়া এবং আসা মিলিয়ে মাত্র ৩-৫ লাখ টাকায় ভাড়া নেওয়া যাবে পুরো উড়োজাহাজ।



 

Show all comments
  • Ha..ha.. ২১ জুন, ২০২০, ৬:২৫ পিএম says : 0
    British will never stop eating and destroyed Bangladesh, if Bangladesh doesn't leave them.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ