Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পতেঙ্গায় দুর্ঘটনায় ডালবোঝাই লাইটার জাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ৩:৫২ পিএম

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে পতেঙ্গা উপকূলে দু’টো জাহাজের সংঘর্ষে সাড়ে ৯’শ টন মটর ডাল বোঝাই একটি লাইটার জাহাজের সামান্য ক্ষতি হয়েছে।

লাইটার জাহাজটির এজেন্ট মিউচুয়াল শিপিংয়ের মালিক পারভেজ আহমদ জানান, রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর থেকে ডাল নিয়ে নারায়ণগঞ্জের নোয়াপাড়ায় যাওয়ার পথে বন্দরের প্রবেশমুখে আরেকটি লাইটার জাহাজের সাথে সংঘর্ষ হয়।

এতে জাহাজটিতে একপাশ দিয়ে পানি ঢুকে। চালক তাৎক্ষণিকভাবে জাহাজটি চরের ওপর তুলে দেন। এ কারণে অল্পের জন্য এমভি নিউ গোলাম রহমান নামের ডালবোঝাই লাইটার জাহাজটি ডালসহ ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।

তিনি বলেন, সাগর কিছুটা উত্তাল রয়েছে, সাথে রয়েছে জোয়ার। এরপরও জাহাজটি থেকে মটর ডাল নিরাপদে নামিয়ে আনার কাজ চলছে। জাহাজের মাস্টার-সুকানিসহ সবাই নিরাপদে আছেন।

জানা গেছে, সাড়ে ৯ শ টন মটর ডাল আমদানি করেছিল ভোগ্যপণ্যের আমদানিকারক চট্টগ্রামের বিএসএম গ্রুপ। বড় জাহাজ থেকে এসব পণ্য নামানোর পর ছোট জাহাজে করে নারায়নগঞ্জের নোয়াপাড়ায় নেওয়া হচ্ছিল।

এমভি নিউ গোলাম রহমান জাহাজের মালিক মোহাম্মদ ইউনুছ বলেন, ডাল নিয়ে জাহাজটি বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকায় পৌঁছলে জাহাজের চেইন ছিঁড়ে যায়। পানি উঠে যাওয়ার উপক্রম হলে জাহাজটিকে উপকূলে নিয়ে আসা হয়। জাহাজের নাবিকরা নিরাপদে রয়েছে বলে জানান তিনি। সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ