Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংক কর্মীদের বেতন না কমিয়ে আয় বাড়াতে ৫ পরামর্শ বিডব্লিউএবির

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৮:৩৮ পিএম

বেতন ভাতা কমানোর চিন্তা থেকে বেরিয়ে এসে ব্যাংকের ব্যয় কমানো ও আয় বাড়ানোর বাস্তবভিত্তিক পন্থা অবলম্বনের পরামর্শ দিয়েছে ব্যাংকারদের নিয়ে গঠিত সংগঠন ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। শনিবার (২০ জুন) বিডব্লিউএবি প্রেসিডেন্ট কাজী মো. শফিকুর রহমাম এক বিবৃতিতে এ পরামর্শ দেন।

তিন বলেন, ইতিমধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড ও এবি ব্যাংক লিমিটেড তাদের ব্যাংক কর্মকর্তাদের বেতন ভাতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক মনে করে ব্যাংক কর্মকর্তাদের বেতন ভাতা কমানো করোনা সংকট মোকাবিলার সমাধান হতে পারে না। বেতন ভাতা কমানোর সিদ্ধান্ত- ব্যাংক কর্মকর্তাদের হতাশাগ্রস্ত করবে, তারা কাজে আগ্রহ হারিয়ে ফেলবে এবং ব্যাংক সেক্টরে এর নেতিবাচক প্রভাব পড়বে।

বিবৃতিতে করোনা ও অন্যান্য যে কোনো আর্থিক সংকট মোকাবিলায় ব্যাংক কর্মকর্তাদেরকে অনুপ্রেরণা দেয়ার পদক্ষেপ নেয়া প্রয়োজন। যাতে তার নির্বিঘেœ ও নিশ্চিন্তে ব্যাংকের উন্নয়ন ও গতিশীলতায় যথাযথ ভূমিকা পালন করতে পারে বলে মনে করে বিডব্লিউএবি।

করোনা মহামারির আবির্ভাবের প্রারম্ভে সরকারি সব অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ব্যাংক কর্মকর্তারা সে সময়ও ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সম্মুখ যোদ্ধাদের ন্যায় প্রাণের ঝুঁকি নিয়ে ব্যাংকিং সেবা দিয়ে এসেছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে, এ পর্যন্ত করোনায় অন্তত ২০ ব্যাংক কর্মকর্তা মারা গেছেন এবং আনুমানিক ২০০ জন আক্রান্ত হয়েছেন। ভয়াবহ এ পরিস্থিতিতে ব্যাংক কর্মকর্তাদের বেতনভাতা কমানোর সিদ্ধান্ত নিতান্তই অমানবিক হবে বলে মনে করে বিডব্লিউএবি।

এছাড়া ব্যাংকিং সেক্টরে কর্মকর্তাদের বেতন ভাতা কমানোর পদক্ষেপ গ্রহণ করা হলে তা অন্যান্য সেক্টরকেও প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। ফলে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব প্রতিফলিত হবে। যা কোনো অবস্থাতেই কাম্য নয়।

তাই ব্যাংক কর্মকর্তাদের বেতন ভাতা কমানোর চিন্তা না করে বাংকগুলোর উচিত অন্যান্য সম্ভাব্য খাতে ব্যয় কমানো ও আয় বাড়ানোর পদক্ষেপ নেয়া।

>> সরকার থেকে বাণিজ্যিক ব্যাংকের করপোরেট ট্যাক্স কমানোর ব্যাপারে ব্যাংকগুলো আবেদন করা।

>> বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক সমূহের কনজ্যুমার লোনের (হোম লোন, কার লোন ইত্যাদি) উপর লোনের সুদহার কমপক্ষে ২ শতাংশ বাড়ানো (যেহেতু উক্ত লোনগুলোর তদারকি খরচ বেশি)।

>> বাংলাদেশ ব্যাংক থেকে আনসিকিউরড পারসোনাল লোন ও ক্রেডিট কার্ডের শ্রেণিকৃত ঋণের বিপরীতে জেনারেল প্রভিশন ২ শতাংশ নির্ধারণ করা।

>> কোনো ব্যাংকের লোকসান হলে এবং ডিভিডেন্ট করা সম্ভব না হলে পরবর্তী অন্তত দুই বৎসর উক্ত ব্যাংকের শেয়ারকে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত না করা।

>> তদুপরি পরিচালনা ব্যয় কমানোর লক্ষ্যে ব্যাংকগুলো বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা।



 

Show all comments
  • HSBC, Standard Chartered and more! ২০ জুন, ২০২০, ৮:৫৪ পিএম says : 0
    Could you please fired foreign banks from Bangladesh? Because, they destroyed Bangladeshi banking sectors.
    Total Reply(0) Reply
  • START FIRED THEM. ২০ জুন, ২০২০, ৯:০৮ পিএম says : 0
    AB Bank Agrani Bank Al-Arafah Islami Bank Bangladesh Commerce Bank Bangladesh Development Bank Bangladesh Krishi Bank Bank Alfalah Bank Asia BASIC Bank BRAC Bank Citibank City Bank Commercial Bank of Ceylon Dhaka Bank Dutch-Bangla Bank Eastern Bank EXIM Bank First Security Islami Bank Habib Bank HSBC Bank ICB Islamic Bank IFIC Bank Islami Bank Jamuna Bank Janata Bank Meghna Bank Mercantile Bank Midland Bank Modhumoti Bank Mutual Trust Bank National Bank National Bank of Pakistan NCC Bank NRB Bank NRB Commercial Bank NRB Global Bank One Bank Padma Bank Premier Bank Prime Bank Pubali Bank Rajshahi Krishi Unnayan Bank Rupali Bank SBAC Bank Shahjalal Islami Bank Shimanto Bank Social Islami Bank Sonali Bank Southeast Bank Standard Bank Standard Chartered Bank State Bank of India Trust Bank Union Bank United Commercial Bank Uttara Bank Woori Bank
    Total Reply(0) Reply
  • The way of rebuilding Banking. ২০ জুন, ২০২০, ১০:৪৮ পিএম says : 0
    গভর্মেন্টের ৪ টা ব্যাঙ্ক এক্সপ্যান্ড করে, মেধাবীদের চাকরিদিন, অন্য সব ব্যাংকস আউট করা উচিত.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ