পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, করোনভাইরাসের মহামারী থেকে মুক্তি পেতে হলে দুর্নীতির মহামারী বন্ধ করতে হবে। করোনাভাইরাসের এ দুর্যোগের মধ্যেও স্বাস্থ্য সামগ্রী ক্রয়ে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। ত্রাণ বিতরণে চুরির ঘটনা এখনো বন্ধ হয়নি। আমাদের জাতীয়ভাবে আল্লাহর কাছে তাওবাহ করতে হবে। সমাজ রাষ্ট্রে বিরাজমান অন্যায় জুলুম ঘুষ দুর্নীতি আর পাপাচার থেকে সবাইকে তাওবাহ করতে হবে। করোনভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। খেলাফত মজলিস জেলা মহানগরী সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত ৩ দিনব্যাপী ভার্চুয়াল তরবিয়তী মজলিসের সমাপনী দিনে আজ শনিবার সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিকেল থেকে খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিমের পরিচালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তি মজলিসে সমাপনী দিনে বিষয়ভিত্তিক আলোচনা, দারস ও বক্তব্য পেশ করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মাসউদ খান, মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা এ কে এম আইউব আলী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, মাষ্টার সিরাজুল ইসলাম, মাওলানা নূরুল ্আলম আল মামুন, অধ্যাপক মাওলানা খুরশীদ ্আলম, বুরহান উদ্দিন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম।
এতে সারাদেশের সাংগঠনিক জেলা মহানগরী শাখার দায়িত্বশীলগণ ডেলিগেট হিসেবে সংযুক্ত ছিলেন। করোনাভাইরাসের মহামারী থেকে দেশবাসী, মুসলিম উম্মাহর মুক্তির জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।