Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডা. জাফরুল্লাহর কৃত্রিম অক্সিজেন লাগছে না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১২:০১ এএম

নিউমোনিয়ায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কৃত্রিম অক্সিজেন লাগছে না। তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুকে দেয়া এক বিবৃতিতে ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার এ তথ্য জানান।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। ফুসফুসে সংক্রমণের জন্য নিয়মিত এন্টিবায়োটিক খেতে হচ্ছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন ও বিশেষায়িত ফিজিওথেরাপি নিচ্ছেন। তবে কৃত্রিম অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। তার গলায় এখনো কিছুটা ব্যথা আছে। ব্যথার জন্য কথা বলতে কষ্ট হয়। চিকিৎসকরা তাকে জরুরি প্রয়োজন ছাড়া কথা বলতে নিষেধ করেছেন। আরও বেশ কিছু দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তিনি মানসিকভাবে অনেক উজ্জীবিত আছেন।
ডা. জাফরুল্লাহ বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ