Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈদেশিক মুদ্রা লেনদেনে বিভ্রান্তিকর তথ্য: বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ১:৩২ এএম

বৈদেশিক মুদ্রার লেনদেন নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রাহকদের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছে ব্যাংকগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ জুন) বৈদেশিক মুদ্রা লেনদেন সম্পর্কিত হালনাগাদ অবস্থা নিয়ে ব্যাংকগুলোকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য তুলে ধরা হয়েছে।

দেশের অনুমোদিত সব ডিলার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থার হালনাগাদ অবস্থা সম্পর্কে অবহিত না হযয়ে অনুমোদিত ডিলার ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, বৈদেশিক মুদ্রার লেনদেন দেশের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। বৈদেশিক মুদ্রা লেনদেনের মাধ্যমে এ দেশের অর্থনীতির সঙ্গে বৈশ্বিক

অর্থনীতির সম্পর্ক স্থাপিত হয়, যার মাধ্যমে এদেশে বৈদেশিক বিনিয়োগের দরজা উন্মোচিত হয়। এক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থা এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বিদ্যমান বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে ‘নিয়ন্ত্রিত’ হিসেবে গ্রাহক বা বিদেশি বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করা হলে, উদারীকরণ প্রক্রিয়া গ্রহণ সত্ত্বেও অর্থনীতি হুমকির সম্মুখীন হতে পারে। যা সার্বিক অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিদ্যমান উদার বৈদেশিক মুদ্রার লেনদেন ব্যবস্থা ও এ সংক্রান্ত প্রতিনিয়ত পরিবর্তন বিষয়ে হালনাগাদ অবস্থা সম্পর্কে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার অবগত থাকা এবং সে অনুযায়ী গ্রাহকদের বা বিদেশি বিনিয়োগকারীদের তথা সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত ও সহযোগিতা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ