পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান করেছে সিটি ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উদ্যোগে এই মেশিনটি হাসপাতালকে অনুদান হিসেবে দেয়া হয়েছে।
সিটি ব্যাংক মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুমের কাছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করেন। এর ফলে হাসপাতালে অধিক শাসকষ্ট নিয়ে আসা রোগীরা উন্নত সেবা পাবে।
ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এ প্রসঙ্গে বলেন, সিটি ব্যাংক সবসময় দেশের যে কোনো প্রাকৃতিক কিংবা মানবিক বিপর্যয়কালে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।