Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকায় নতুন দূত নুরে হেলাল সাইফুর রহমান

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:০০ এএম

কূটনীতিক নুরে হেলাল সাইফুর রহমানকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে করাচিতে বাংলাদেশ মিশনের উপ হাই কমিশনার পদে নিয়োজিত আছেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

জানা গেছে, কূটনীতিক নুরে হেলাল সাইফুর রহমান বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) এর পররাষ্ট্র ১৫তম ব্যাচের কর্মকর্তা। ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর ও কুয়েতের বাংলাদেশ মিশনের একাধিক পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব শেষ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যের ওপর নুরে হেলাল সাইফুর রহমান উচ্চতর ডিগ্রি নিয়েছেন। পাশাপাশি সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিও নিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এমআইটির ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট প্রোগামে অংশ নিয়েছেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ