Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলের পূর্বাঞ্চলে মহাব্যবস্থাপকের দায়িত্বে সরদার সাহাদাত আলী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:০০ এএম

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত মহাব্যবস্থাপক সরদার সাহাদাত আলী। নাসির উদ্দিন আহমেদ অবসরে যাওয়ায় রেলপথ মন্ত্রণালয় থেকে তাকে অতিরিক্ত এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সৎ, কর্মনিষ্ঠ ও সদালাপী হিসাবে পরিচিত সরদার সাহাদাত আলী এর আগে রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। করোনা সংক্রমণের মধ্যেও তিনি চট্টগ্রামে পূর্বাঞ্চল কার্যালয়ে নিয়মিত অফিস করছেন।

এ প্রসঙ্গে তিনি ইনকিলাবকে বলেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে দায়িত্ব পালন করছি। স্টেশন ও ট্রেনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না, কর্মকর্তা-কর্মচারীরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি-না তা নিয়মিত মনিটরিং করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ