Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে ৫০ হাজার অভিবাসী কর্মীকে নতুন ভবনে স্থানান্তর

ডরমিটরিতে করোনার প্রকোপ কমানোর উদ্যোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১০:২৭ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস প্রকোপ কমাতে সউদী আরবে গাদাগাদি আবাসন থেকে অভিবাসী কর্মীদের নতুন ভবনে স্থানান্তর করা হচ্ছে। দেশটিতে গাদাগাদি করে বসবাসকারী কর্মীরা বেশি করোনায় আক্রান্ত হওয়ায় সরকার তাদের নতুন ভবনে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়ায় সম্প্রতি সউদীর শ্রম আবাসন কমিটিগুলো ৫০ হাজার কর্মীকে ঘনবসতিপূর্ণ ভবনগুলো থেকে সরিয়ে ২ হাজার নতুন ভবনে স্থানান্তরিত করেছে। সউদীতে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
করোনা মহামারীতে সউদীতে বর্তমানের বিশ লক্ষাধিক বাংলাদেশি কর্মী ঘরবন্দি। গত তিন মাসে প্রবাসী কর্মীদের অনেকেই খাদ্য সঙ্কটে পড়েছে। সরকার সউদী প্রবাসীদের ত্রাণ সহায়তার জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। কিন্ত অধিকাংশ প্রবাসীর ভাগ্যে কোনো ত্রাণ জোটেনি বলে অভিযোগ উঠেছে।
প্রবাসী কর্মীদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা কমাতে দেশটির আবাসন কমিটিগুলো বেসরকারি খাতের সাথে এবং আবাসন খাতের মধ্যে বিচ্ছিন্ন কক্ষ সরবরাহের জন্য পরামর্শ দিয়েছে। ঠিকাদারদের শ্রেণিবদ্ধকরণের জন্য দেশটির পৌর ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. আহমেদ কাত্তান শুক্রবার ঘোষণা দেন।
গত বৃহস্পতিবার দেশটির পূর্ব প্রদেশ চেম্বার আয়োজিত ’শ্রম আবাসন বর্তমান চ্যালেঞ্জ এবং প্রস্তাবিত সমাধান’ শীর্ষক একটি আলোচনা সভায় ড. আহমেদ কাত্তান ইঙ্গিত দিয়েছেন, মন্ত্রণালয় শিগগিরই ’শ্রম আবাসন’ লাইসেন্স চালু করবে, যাতে তারা ভবনগুলোকে অভিবাসী কর্মীদের আবাসন হিসেবে রূপান্তর করতে পারে। যা থাকবে শ্রম আবাসন ইউনিট হিসেবে।
তিনি বলেন, এতে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি বাস্তবায়িত হবে। সউদীর বিভিন্ন বড় বড় প্লট বরাদ্দ এবং প্রকল্পটি রিয়েল এস্টেট কোম্পানী ও ঠিকাদারদের মধ্যে দেয়া হবে যাতে সেখানে আবাসন প্রকল্পের কাজ শুরু হয়। এতে করে অভিবাসী কর্মীদের আবাসন সমস্যার সমাধান হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ