পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাজীপুর কালিয়াকৈরে একটি গার্মেন্টসের ৮০ লাখ ২২ হাজার টাকা ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার গভীর রাত থেকে গতকাল বেলা ১১টা পর্যন্ত র্যাব-১ এর একটি দল ঢাকা মহানগরী ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
চক্রটি গত ৪ থেকে ৫ মাস ধরে এই ডাকাতির পরিকল্পনা করে আসছিল। দুই বার ব্যর্থ হয়ে তৃতীয় বার ডাকাতিতে সফল হয় চক্রটি। তাদের বিরুদ্ধে এর আগেও হত্যা, ডাকাতি, ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হল- রিয়াজ (৩৬), সাগর মাহমুদ (৪০), মো. জলিল (৪০), ইসমাইল হোসেন ওরফে মামুন (৪৫) ও মনোরঞ্জন মন্ডল ওরফে বাবু (৪১)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকা, ১১০০ ইউএস ডলার, ১টি প্রিমিও প্রাইভেট কার, ৩টি মোটর সাইকেল ১টি বিদেশি রিভলবার, ১টি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গোলাবারুদ, ২টি ম্যাগজিন, ৩টি পাসপোর্ট এবং ৩৮টি মোবাইল ফোন। গতকাল বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম এসব তথ্য জানান।
প্রসঙ্গত, ইনক্রেডিবল ফ্যাশনস্ লিমিটেড গার্মেন্টসের শ্রমিক এবং স্টাফদের বেতন দেয়ার জন্য গত ৭ জুন সকালে ব্যাংক এশিয়া, কালিয়াকৈর শাখা থেকে ফ্যাক্টরির সহকারী ম্যানেজার মেজবাহ উল হকসহ ৬ জন ৮০ লাখ ২২ হাজার টাকা নিয়ে রওনা হয়। কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের দক্ষিণ পাশে পৌঁছানো মাত্রই ডাকাতরা মাইক্রোবাসের গতি রোধ করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওই দিনই গার্মেন্টের জেনারেল ম্যানেজার প্রোডাকশন মো. খোরশেদ আলম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালিয়াকৈর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে সরোয়ার বিন কাশেম বলেন, গ্রেফতার ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ৪/৫ মাস পূর্বে চক্রটির মূল হোতা জলিলের পরিকল্পনায় ঈসমাইল হোসেন ওরফে মামুন এবং মনোরঞ্জন মন্ডল ওরফে বাবু টার্গেট সিলেকশনের কাজ শুরু করে। তারা গাজীপুর, আশুলিয়া, কালিয়াকৈর এলাকায় বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিকদের বেতন সংগ্রহ প্রক্রিয়া যাচাই বাছাই করে ইনক্রেডিবল গার্মেন্টস ফ্যাক্টরিকে টার্গেট করে। তারা দেখে, ওই ফ্যাক্টরির শ্রমিকদের বেতন ক্যাশ প্রদান করা হয়। এছাড়া ব্যাংক হতে টাকা সংগ্রহের সময় কোন অস্ত্রধারী নিরাপত্তা প্রহরী থাকে না। এরপর তারা ডাকাতির পরিকল্পনা চূড়ান্ত করে।
তিনি বলেন, মূলত ৮-১০ জনের একটি সিন্ডিকেটে এই ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে। এরা সবাই পেশাদার অপরাধী। এই দলের মূল হোতা মো. জলিল। জলিলের বিরুদ্ধে বরিশালের বাবুগঞ্জ থানায় হত্যা মামলাসহ ছিনতাই, প্রতারণাসহ নানা অপরাধের মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।