Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাইপ লাইনে তেল সরবরাহের আত্মঘাতি উদ্যোগ বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৮:৩৬ পিএম

পাইপলাইনে তেল সরবরাহের আত্মঘাতী উদ্যোগ বন্ধে প্রধানমন্ত্রীর কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন। প্রধানমন্ত্রী কাছে লিখিতপত্রে ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এই অনুরোধ জানান।

লিখিতপত্রে তিনি বলেন, আন্তর্জাতিক ও জাতীয়ভাবেই আজ প্রতিটি রাষ্ট্রও জনগণের সামনে করোনা পরিস্থিতি কঠিন এক চ্যালেঞ্জ হিসাবে সামনে এসেছে। দেশের এই কঠিন পরিস্থিতিতে জ্বালানি তেলসহ পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌ-পরিবহণ এক অনন্য ভূমিকা পালন করে চলেছে।

সমকালীন সময়ে জ্বালানি তেল সংরক্ষণের সীমাবদ্ধ তাতে তেলবাহী নৌ-যানসমূহ এক হিসেবে ফ্লোটিং রিজার্ভার হিসেবে কাজে লাগছে। এই শিল্প ও শিল্পে নিয়োজিত শ্রমিকরা সকল ক্রান্তিকালে দায়িত্ব নিয়েই কাজ করে থাকে। এই পরিবহন ব্যবস্থার কাজে নিয়োজিত থাকার মধ্যদিয়ে অনেক মানুষের কর্মসংস্থান হয়, যার দায় সরকারকে নিতে হয় না।

বর্তমান সময়ে যেখানে সরকারের জরুরী প্রয়োজনে আর্থিক দায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সরকারি ব্যয় সংকোচন যখন অত্যন্ত জরুরী তখন আমরা নানাভাবে জানতে পারছি পাইপলাইনে তেল সরবরাহের মত প্রকল্প বাস্তবায়নের তোড়জোড় চলছে, বিষয়টি উদ্বেগজনক।

যেখানে করোনার কারণে এমনিতেই নানা শিল্পে এবং বৈদেশিক কর্মসংস্থানের ঝুঁকিতে রয়েছে দেশ সেখানে সম্পূর্ণ ব্যক্তিমালিকানায় কর্মসংস্থানের এই ব্যবস্থাটিকে বাধাগ্রস্থ করে হাজার হাজার মানুষকে বেকারেত্বর ঝুঁকির মধ্যে ফেলাও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের দায় বাড়ানো কোনভাবেইযুক্তিযুক্ত নয় বরং জাতীয়স্বার্থ পরিপন্থী।

প্রধানমন্ত্রীকে পাইপলাইনে তেল সরবরাহের প্রকল্প বাতিল করে নৌ-পরিবহণ ব্যবস্থায় তেল পরিবহনের কার্যক্রম কার্যকর রাখার বিষয়ে অনুরোধ জানান তিনি।



 

Show all comments
  • ash ১৪ জুন, ২০২০, ৫:৪৫ এএম says : 0
    KEN TODER TEL CHURI BONDHO HOE JABE????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ