Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা-বাবার কাছে ফিরতে চায় ওরা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১২:০০ এএম

পথ ভুলে পরিবার থেকে হারিয়ে যায় কাউছার (৫) ও জিয়াদ (৩)। মা-বাবার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারছে না। মা-বাবার কাছে ফিরতে চায় অবুঝ এই দুই ভাই। শিশু দুটি এখন পুলিশ হেফাজতে রয়েছে। গতকাল তাদেরকে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে। পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ডিসি ওয়ালিদ হোসেন জানান, শিশু দুটির ছবি প্রকাশ করা হয়েছে। কেউ তাদের অভিভাবকদের চিনলে ০১৭৪৫-৭৭৪৪৮৭ ও ০২৯১১০৮৫ নম্বরে যোগাযোগ করতে পারেন। তাদের স্বজনদের সন্ধান বা ঠিকানা পাওয়ার জন্য বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, গত ১ জুন বিকেলে কামরাঙ্গীরচর থানার বেরিবাঁধ ময়দার মিলের সামনে কান্নাকাটি করছিল ওই দুই শিশু। তারা জানায়, তাদের বাবার নাম রাশেদ ও মায়ের নাম তানজিলা। কিন্তু বাড়ির ঠিকানা বলতে পারেনি। ধারণা করা হচ্ছে কাউসারের বয়স ৫ ও জিয়াদের বয়স ৩ বছর। কাউসারের গায়ের রঙ কালো ও উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি এবং জিয়াদের গায়ের রঙ কালো ও উচ্চতা ৩ ফুট। এ ঘটনায় ১ জুন কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ