Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেটে দুর্নীতিবাজদের স্বার্থরক্ষা করা হয়েছে-বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ৮:২৭ পিএম

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এক যুক্ত বিবৃতিতে ঘোষিত বাজেটকে জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে বলেন, এ বাজেট বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষা করা হয়েছে।
নেতৃদ্বয় বলেন, ঘোষিত বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা কল্পনা বিলাসী। ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকার এই লক্ষ্যমাত্রা পূরণে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানোর পথ সুগম করা হয়েছে। বাজেটে ৮.২ প্রবৃদ্ধির যে হার নির্ধারণ করা হয়েছে তা’সম্পূর্ণ অযৌক্তিক। নেতৃদ্বয় বলেন, দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থবিরোধী ও লুটেরা শ্রেণির স্বার্থরক্ষাকারী এই বাজেটকে জনগণ প্রত্যাখ্যান করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ