Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় তথ্য ক্যাডারের ৯ কর্মকর্তা আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১২:০২ এএম

প্রশাসন ক্যাডারের পর এবার বিসিএস তথ্য ক্যাডারের ৯ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সুস্থ করোনা হয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার তথ্য ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএফপির ডিজি স ম গোলাম কিবরিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, আক্রান্ত কর্মকর্তারা হলেন, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ ওয়ারেছ হোসেন, বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আমীরুল আজম, সিনিয়র তথ্য অফিসার মো. ইমরানুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তথ্য অফিসার মো. কামরুল ইসলাম ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তথ্য অফিসার মো. মাইদুল ইসলাম প্রধান করোনায় আক্রান্ত হয়েছেন।
গাজীপুর জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন, মুন্সিগঞ্জের জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ সায়েম হোসেন, তথ্য অফিসার কাজী শাম্মীনাজ আলম। এর মধ্যে আমীরুল আজম, কামরুল ইসলাম ভূঁইয়া ও শাম্মীনাজ আলম সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। ঢাকা বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক আরিফ সাদেক করোনার লক্ষণ নিয়ে পরীক্ষা ছাড়াই বাসায় সঙ্গনিরোধে আছেন। এদিকে মুন্সিগঞ্জের জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন ও গাজীপুর জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন করোনা থেকে সুস্থ হয়ে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ