পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রখ্যাত ভাষা সৈনিক, সাংবাদিক, কলামিস্ট, দৈনিক ইনকিলাবের বিভাগীয় সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের স্ত্রী রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। গতকাল বুধবার বেলা ২টায় বার্ধক্যজনিত কারণে শাহজাহানপুরের বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্বামী, তিন পুত্র, তিন কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা শাহজাহানপুরের ঝিল মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুমা রাবেয়া খাতুনের সাথে অধ্যাপক আব্দুল গফুরের বিয়ে হয় ১৯৫৮ সালের ২৪ অক্টোবর।
ইনকিলাব পরিবারের সদস্য অধ্যাপক আব্দুল গফুরের স্ত্রী রাবেয়া খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক কাটিয়ে ওঠার জন্য আল্লাহর দরবারে শক্তি কামনা করেন।
ক্রীড়া সাংবাদিক তারিক আল বান্নার মাতা মরহুমা রাবেয়া খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বিএসপিএ, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। সংগঠনগুলো শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমার আত্মার মাগফেরা কামনা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।