Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআইডি’র ডিএনএ ল্যাবরেটরি এখন ডিএনএ ব্যাংক

ছয় হাজার মামলায় ২০ হাজার ডিএনএ প্রোফাইল তৈরি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:৫৬ এএম

সিআইডির ডিএনএ ল্যাবরেটরি নাম বদলে ‘ডিএনএ ব্যাংক’ হিসেবে কার্যক্রম শুরু করেছে। গত সোমবার থেকে এই নতুন নামে কার্যক্রম শুরু হয়েছে বলে গতকাল সিআইডি সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই ল্যাবে এ পর্যন্ত ধর্ষণ, পিতৃত্ব বিরোধ, অজ্ঞাত লাশ, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন ঘটনার প্রায় ১৬ হাজারের বেশি আলামত থেকে ২০ হাজার ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়েছে। এসব প্রোফাইল সংরক্ষ̈ণ করা হয়েছে ল্যাবরেটরি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের সার্ভারে।
সিআইডির এক কর্মকর্তা জানান, ডিএনএ ব্যাংক বলতে বোঝায় স্থায়ীভাবে ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করা। ডিএনএ ব্যাংকে সংরক্ষিত অপরাধীদের প্রোফাইল পরবর্তীতে তাকে শনাক্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। আদালতের আদেশক্রমে ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের কাজ শুরু হয়। ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অফ বাংলাদেশ পুলিশ প্রথম আলামত গ্রহণ করে ২০১৪ সালের ১৫ জানুয়ারি। সিআইডির ডিএনএ ব্যাংকে এখন বিভিন্ন মামলার সঙ্গে সম্পর্কিত ১৫ হাজার প্রোফাইল সংরক্ষিত আছে। এর মাধ্যমে খুব সহজেই সন্দেহভাজন ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব। অপরাধীদের ডিএনএ প্রোফাইল তদন্ত কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফৌজদারি ও দেওয়ানী মামলা সংক্রান্ত সকল আলামতের বিশ্লেষন ফরেনসিক ডিএনএ ল্যাবে হয়ে থাকে। সিআইডির ডিএনএ ল্যাবের সহায়তায় পুলিশ অসংখ্য ফৌজদারি ও দেওয়ানী মামলা সমাধান করেছে। বর্তমানে ফরেনসিক ডিএনএ ল্যাব দেশের বিভিন্ন আদালত ও থানা থেকে আসা শতাধিক মামলার আলামত গ্রহণ করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ