Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ হাসপাতালে ৮২৫ শয্যা খালি

তবুও করোনা চিকিৎসায় গড়িমসি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:১৩ এএম

চট্টগ্রামের বেসরকারি ২০টি হাসপাতালের প্রায় অর্ধেক ৮২৫টি শয্যা খালি থাকার পরও রোগীরা ভর্তির সুযোগ পাচ্ছেন না। করোনা আতঙ্কে নানা অজুহাতে চিকিৎসা দিচ্ছেনা বেশির ভাগ হাসপাতাল। কয়েক দফা বৈঠক করেও এসব হাসপাতালে করোনা চিকিৎসা শুরু করা যায়নি।

অবশেষে চিকিৎসা দিতে অনাগ্রহী হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু হচ্ছে। এজন্য গতকাল বুধবার তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি টিম গঠন করা হয়েছে।

এর আগে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মনিটর করতে গঠিত সার্ভিল্যান্স টিমের পক্ষ থেকে ৩ জুন হাসপাতালগুলোর তথ্য চেয়ে চিঠি দেয়া হয়। হাসপাতালগুলোর দেয়া তথ্যের ভিত্তিতেই দেখা যায়, নগরী ও জেলার ২০টি হাসপাতালে মোট ১৫৮৮টি শয্যার মধ্যে ৮২৫টি খালি ছিল মঙ্গলবার।

এর মধ্যে বিজিসি ট্রাস্ট হাসপাতালে ২৮৫টি, মেরিন সিটির ২১৩টি, ইন্টারন্যাশনাল হাসপাতালে ১১৯টি, মেডিকেল সেন্টারে ৬১টি, সিএসসিআরে ৩৯টি শয্যা খালি। ইম্পেরিয়াল ও শেভরনে ৩০টি, সার্জিস্কোপে ১৫টি, রয়েলে ১৩টি, এশিয়ান হাসপাতালে ৮টি, পার্কভিউ ও সাউদার্ন মেডিকেলে ৬টি করে বেড খালি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ