Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেটে গণমানুষের জীবন ও জীবিকার অগ্রাধিকার দিতে হবে-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৮:৪৪ পিএম

বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে জোর না দিয়ে গণমানুষের জীবন ও জীবিকার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার তাগিদ দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।
আজ বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাধারণ মানুষ নিম্ন ও মধ্যবিত্তের মানুষের উপকার হয় এমন বাজেট চায় জনগণ। অপরদিকে মুসলিম প্রধান দেশ হিসেবে ইসলামী ও মাদরাসা শিক্ষা এবং ওলামায়ে কেরামবান্দব বাজেট প্রয়োজন।
নেতৃদ্বয় বলেন, করোনা সংক্রামণ রোধ করতে না পারলে কোনোভাবেই অর্থনীতির চাকা সচল করা সম্ভব হবে না। স্বাস্থ্যখাতে এহেন ঝুঁকি থাকলে অর্থনীতির স্বস্তির কোনো অবকাশ নেই। কাজেই বাজেটের আকারের চেয়ে বাস্তবমুখী, জনবান্দব বাজেটই গ্রহণযোগ্য বাজেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ