পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভার্চুয়াল কোর্ট কোনো কাজে আসছে না। তাই নীতিমালা প্রণয়ন করে অবিলম্বে নিয়মিত আদালত চালুর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। গত সোমবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, আমি দাবি করবো অবিলম্বে সব আদালত খুলে দেয়া হোক। নির্দিষ্ট নীতিমালা দেয়া হোক। কয়টি মামলা, কোন কোর্ট শুনবে, কী ধরণের শুনানি হবে ইত্যাদি বিষয় পরিষ্কার করা হোক। তিনি বলেন, হাইকোর্টের কোর্ট রুম অনেক বড়। সেখানে চারজন করে আইনজীবী থাকলে, আমরা যদি মেইনটেন করি, আমি মনে করি সরকার যে উদ্দেশে কোর্ট বন্ধ রেখেছে সে উদ্দেশ্য ব্যহত হবে না। তবে একটা জিনিস করতে হবে হাইকোর্টে অনেক সংখ্যক বিচারপ্রার্থী আসেন। তাদের সঙ্গে অন্যান্য লোক যাতে না আসে সেটা নিশ্চিত করতে হবে। এটা সীমিত করতে হবে। ‘করোনা কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই দীর্ঘদিন ধরে আদালত বন্ধ থাকতে পারে না। এতে বিচারপ্রার্থী এবং আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি বিবেচনা করে প্রধান বিচারপতি অবিলম্বে কোর্ট খুলে দেয়ার ব্যবস্থার গ্রহণ করবেন বলে আমি আশা করছি।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সাধারণ ছুটিতে আদালত বন্ধ রেখে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয়া হয় গত ২৬ এপ্রিল। এ জন্য সুপ্রিম কোর্টের রুলস কমিটি পুনরায় গঠন এবং ভার্চুয়াল কোর্ট চালুর জন্য প্রয়োজনীয় আইনগত প্রতিবন্ধকতা দূর করতে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। ওই দিন প্রথমবার ভিডিও কনফারেন্সে প্রধান বিচারপতির সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।