পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি মোবাইল কোম্পানির টাওয়ার থেকে টেকনিশিয়ান নাজমুল হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার রাতে উপজেলার জামালপুর এলাকায় টাওয়ার থেকে ওই টেকনিশিয়ানের লাশ উদ্ধার করা হয়।
নিহত নাজমুল হোসেন নড়াইল জেলার সদর থানার ভোগড়া এলাকার আলী আহাম্মদ খানের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিনিয়র টাওয়ার টেকনিশিয়ান নাজমুল হোসেন কয়েকজন কর্মী নিয়ে ওই টাওয়ারে যান। সেখানে ৬০ ফুট ওপরে উঠে কাজ করতে থাকেন।
এ সময় নিচে থাকা সঙ্গীরা ফোন করেন। কিন্তু ফোন বন্ধ পান। পরে ওপরে তাকিয়ে দেখেন নাজমুল হোসেন পা উপরে মাথা নিচে করে ঝুলে রয়েছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, খবর পেয়ে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর এলাকায় মোবাইল কোম্পানির টাওয়ার থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
মৌচাক ফাঁড়ির এসআই সুজন মাহমুদ জানান, ওই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।