Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি মানুষকে হতবাক করছে-পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৪:৪৬ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, করোনা মহামারী প্রাক্কালেও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগে সীমাহীন দুর্নীতি করে বরাদ্দের টাকাগুলো লুটেপুটে খাচ্ছে। অপরদিকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অসংখ্য রোগী। যারা দেশের এই কঠিন মুহুর্তেও দুর্নীতি করে সাধারণ মানুষের চিকিৎসার টাকা লুটেপুটে খায় এরা মানুষ নামের কলঙ্ক, এরা অমানুষ। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সীমাহীন দুর্নীতি ও চুরি দেশের মানুষকে হতবাক করছে। এ ধরণের চুরি ও দুর্নীতি তা কোনভাবেই মেনে নেয়ার মত নয়।
আজ মঙ্গলবার এক অডিও বার্তায় পীর সাহেব বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এই মহামারীর সময়ও মানুষের মধ্যে হেদায়েত নেই। চিকিৎসা সরঞ্জামের অভাব এবং সুচিকিৎসার অভাবে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে।
তিনি বলেন, চাল চোরদের বিরুদ্ধে লোক দেখানো কিছু নেতার বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নিলেও অধিকাংশ দুর্নীতিবাজ ও চোরদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি সরকার। পীর সাহেব চরমোনাই বলেন, দুর্নীতির পথ বন্ধ করতে না পারলে মানুষের সেবা করা যাবে না। দুর্নীতিকে সমূলে উৎখাত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ