Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় ১৯তম পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনায় জীবন দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল মো. আলমগীর হোসেন। গতকাল সোমবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা তিনি বলেন, এ পর্যন্ত করোনাযুদ্ধে শহীদ হলেন ১৯ পুলিশ সদস্য। সর্বশেষ গত ৭ জুন সকাল পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৮২৮ জন সদস্য আক্রান্ত হয়েছেন।
এআইজি সোহেল রানা জানান, আলমগীর ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হওয়ায় তিনি গত কয়েকদিন ধরে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আলমগীরের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
পুলিশের উদ্যোগে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ