পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ৫ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ (ভার্চুয়াল) বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান তাদের আবেদন নামঞ্জুর করেন। নামঞ্জুর হওয়া আসামিরা হলেন- মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, মোর্শেদ অমর্ত্য ইসলাম, এ এস এম নাজমুস সাদাত ও এস এম মাহমুদ সেতু।
এর আগে গত মঙ্গলবার আরেক আসামি ছাত্রলীগ বুয়েট শাখার তৎকালীন ক্রীড়া সম্পাদক মো. মেফতাহুল ইসলাম জিওনের জামিন আবেদনও নাকচ করে দেন একই আদালত। ভারতবিরোধী একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত বছরের ৬ অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখার ছাত্রলীগ নেতারা। এ ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। বর্তমানে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।