পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
তানজিল চৌধুরী বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যগণ ৫০০তম সভায় তাঁকে সর্বসম্মতিভাবে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। তিনি ব্যাংকটির বিদায়ী চেয়ারম্যান আজম জে চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
তানজিল চৌধুরী (৩৬) বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে তিনি প্রাইম ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।৬ জুন প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন্স ও এনার্জিসহ আরো অনেক বৈচিত্র্যময় খাতের একটি বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান, যা ৪২ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।তিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। তিনি প্রাইম ব্যাংকের রেমিটেন্স অঙ্গপ্রতিষ্ঠান প্রাইম এক্সচেঞ্জ সিঙ্গাপুর লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তানজিল চৌধুরী প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সামাজিক উদ্যোগ-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালক। বর্তমানে তিনি বিসিবির বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির ইন্টেরিম চেয়ারম্যান।
তিনি অসাধারণ ফলাফলসহ অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে বিএ (অনার্স) সম্পন্ন করেন। তিনি বিশ্বখ্যাত কিংস কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স) এমএসসি ডিগ্রি অর্জন করেন। তানজিল চৌধুরী একজন প্রসিদ্ধ গলফার এবং এ ক্রীড়ায় অনেক পুরস্কার অর্জন করেছেন। তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সিয়াল ডিরাইভেটিভস অ্যান্ড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, শিপিং ও অর্গানাইজেশনাল বিহেভিওয়ার বিষয়ে গেস্ট স্পিকার হিসেবে যুক্ত আছেন।
উল্লেখ্য, তানজিল চৌধুরী হচ্ছেন দেশের খ্যাতিমান ব্যক্তিত্ব, স্বনামধন্য শিল্পপতি, ইস্ট কোস্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের কৃতি সন্তান আজম জে চৌধুরীর বড় পুত্র ও ঢাকাস্থ লাইলাক কমিউনিকেশন্সের চেয়ারপার্সন, বিশিষ্ট সমাজসেবী ও লেখিকা সেলিনা চৌধুরীর ভাইপো। সেলিনা চৌধুরী তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তানজিল চৌধুরী আমাদের গর্ব এবং দেশের সর্বকনিষ্ঠ বেসরকারি ব্যাংক চেয়াম্যান হিসেবে তিনি বাংলাদেশেরও গর্ব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।