Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বধির প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী দিলো যুবলীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ১০:৪৬ পিএম | আপডেট : ১০:৫০ পিএম, ৪ জুন, ২০২০

করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া বধির প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ , বস্ত্র , খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ যুবলীগ। গতকাল রাজধানীর মিরপুরের পল্লবীতে ৫ শতাধিক বধির প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ, বস্ত্র , খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা সামগ্রী তুলে দেন। এ সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ডিএনসিসি’র কাউন্সিলর জাকির হোসেন বাবুল, সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন, যুবলীগব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাড. শামিম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মনিরুল ইসলাম হাওলাদার , ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, আসাদুজ্জামান আজম, অ্যাড মো: গোলাম কিবরিয়া, আব্দুল হাকিম তানভীর, এরফান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা ভাইরাসের কারণে বধির প্রতিবন্ধিরা অসহায় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ অসহায় মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বধির প্রতিবন্ধিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হলো। করোনা পরিস্থিতি যতদিন থাকবে, যুবলীগের সহায়তা অব্যাহত থাকবে ।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের অসহায় মানুষ এবং চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছে যুবলীগ। সারাদেশে করোনা প্রতিরোধে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ