Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মারা গেলেন আরো দুই চিকিৎসক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও দুই চিকিৎসক। তারা হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মুহিদুল হাসান এবং রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের প্রফেসর ডা. মো. মহিউদ্দিন। এর মধ্যে মুহিদুল হাসান গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মুহিদুল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ছিলেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু হল। এর আগে বুধবার চট্টগ্রামের বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসানুল করিমের একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম বলেন, মুহিদুল ঈদের পরদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের কেবিনে ভর্তি হয়েছিলেন। পরিস্থিতির অবনতি হলে তাকে বুধবার রাতে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালের দিকে তার মৃত্যু হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী জানিয়েছেন, এ পর্যন্ত চট্টগ্রামে ৮৩ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের প্রফেসর ডা. মো. মহিউদ্দিন মারা গেছেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যায় তিনি মারা যান বলে ইব্রাহিম মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর ডা. জালালউদ্দিন আশরাফুল হক জানিয়েছেন। তিনি বলেন, ২৪ দিন আগে ডা. মহিউদ্দিনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপরেই তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম কেবিনে ছিলেন। অবস্থা একটু খারাপ হওয়াতে আইসিইউতে নেওয়া হয়। গত ১৪ দিন ধরে ডা. মহিউদ্দিন আইসিইউতে ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সন্ধ্যায় তিনি মারা যান। মাইক্রোবায়োলজির প্রফেসর মহিউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নিয়ে আট বছর আগে ইব্রাহিম মেডিকেল কলেজে যোগ দেন বলে জানান ডা. জালাল উদ্দিন আশরাফুল। তিনি বলেন, অধ্যাপক মহিউদ্দিনের এক ছেলে কানাডায় আর মেয়ে ইংল্যান্ডে বসবাস করছেন। স্ত্রীকে নিয়ে রাজারবাগে একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। সবমিলিয়ে এ পর্যন্ত ছয়জন চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ