পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যাত্রী না থাকায় চালু হওয়া অভ্যন্তরীণ তিনটি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গতকালের সাথে আজকের ফ্লাইটও বাতিল করা হয়েছে। এ কারণে আজও উড়বে না বিমান। এ নিয়ে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত ৪৬টি ফ্লাইট বাতিল করল বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার বলেন, ১ জুন তিনটি রুটে আসা-যাওয়া মিলিয়ে ১২টি ফ্লাইট পরিচালনার কথা থাকলেও আমরা ২টি ফ্লাইট পরিচালনা করতে পেরেছিলাম। যাত্রী না পাওয়ায় এর পর আর ফ্লাইট যায়নি। যাত্রী না থাকার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রী পাওয়া সাপেক্ষে ফ্লাইট চালানো হবে। তিনি জানান, তিনটি রুটের প্রতিটি রুটে সকাল-বিকাল ২টি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। তিনটি রুটে ২টি করে ফ্লাইট হলে আসা-যাওয়া নিয়ে মোট ১২টি ফ্লাইট পরিচালনার কথা প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।