পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ খেলাফত মজলিসের নরসিংদী জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা সুলতান উদ্দিন নূরী এখন নিরব নিথর হয়ে পড়েছেন। মরণব্যাধি ক্যান্সার তার জীবনকে স্তব্ধতার কাল কফিনে ঢেকে দিয়েছে।
মারাত্মক প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। তিনি সারা জীবন দেশ বিদেশে হাজার হাজার ওয়াজ মাহফিলে বক্তৃতা করে মানুষের মাঝে কুরআনের অমীয় বাণী প্রচার করেছেন। আহ্বান করেছেন দ্বীনের পথে। দেশের প্রতিটি ইসলামী আন্দোলনে তিনি অগ্রণী ভ‚মিকা পালন করেছেন। অনেক ঝুঁকিপূর্ণ আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। মানুষকে ইসলামী আন্দোলনের উদ্বুদ্ধ করেছেন। দেশের আলেম সমাজ তথা সাধারণ মানুষের সুখে দুঃখে তিনি অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করেছেন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে শারীরিক জটিলতার কারণে বায়োপসি করা সম্ভব হয়নি। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের দিল্লি দেবী শেঠী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা জানান যে তার শরীরে প্রোস্টেট ক্যান্সার জটিল আকার ধারণ করেছে। এই অবস্থায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনা হয়। দীর্ঘ ৩৫ বছর ধরে দৈনিক ইনকিলাবের একনিষ্ঠ পাঠক এই ইসলামী চিন্তাবিদ বর্তমানে নরসিংদী শহরের ভেলানগরে নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, মাওলানা সুলতান উদ্দিন নূরীর অবস্থা জটিলতর। তিনি তার পরিবারের লোকজন সুস্থতার জন্য দেশের আলেম সমাজসহ সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।