পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নার্স বদলিতে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। মানা হচ্ছে না কোন নিয়ম-নীতি, মোটা অঙ্কের আর্থিক লেনদেনর মাধ্যমে এসব বদলি করা হচ্ছে। সরকারের আইন অমান্য করে বিপুল পরিমাণে নার্স বদলি সংক্রান্ত একটি অভিযোগ করেছের মো. গোলাম মোরশেদ নামের একজন নার্স।
গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বরাবর তিনি এ বিষয়ে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে গোলাম মোরশেদ উল্লে¬খ করেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর পরিচালনা করা হয় প্রশাসন ক্যাডারের একজন অতিরিক্ত সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এর দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের (সিনিয়র স্টাফ নার্স) বদলির ক্ষেত্রে বদলি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেন। নিজেদের প্রয়োজনে সরকারি নীতিমালা ও বিধি সরকারি কর্মকর্তারা অমান্য করছেন।
চিঠিতে বলা হয়, উক্ত নীতিমালা শিক্ষানবিশকাল স্পষ্টভাবে উল্লেখ করা হয়, নবনিয়োগকৃত নার্সিং কর্মকর্তাদের দুই বছরের কোন ধরনের বদলি করা যাবে না। এছাড়া সরকার থেকে বর্তমান করোনা পরিস্থিতিতে সকল ধরনের চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। শুধু তই নয় স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত স্বাস্থ্য বিধি অনুসারে সকল ধরনের চলাচলে নিষেধ রয়েছে।
এরকম একটি মহামারী পরিস্থিতিতে বর্তমান মহাপরিচালক সিদ্দিকা আক্তার ও পরিচালক প্রশাসন শিক্ষা ও প্রশিক্ষণ আব্দুল হাই পিপিএ বিপুল পরিমাণে মোটা অঙ্কের উৎকোচের মাধ্যমে বদলি বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। সরকারি কর্মকর্তা হয়েও উৎকোচের কারণে মন্ত্রণালয়ের জারিকৃত বদলি সংক্রান্ত নীতিমালা মানছে না।
মো. গোলাম মোরশেদ বলেন, এক শ্রেণীর নার্স রয়েছে, যারা দীর্ঘদিন (১০-১৫ বছর) যাবৎ বিভিন্ন হসপাতালে চাকরি করছেন। অথচ ওরা কখনোই রোগীর সেবায় যায়না, অধিদফতরের সাথে সখ্যতার কারণে রোগীর সেবা বাদ দিয়ে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও সিলেকশন গ্রেড বাণিজ্যসহ নানা অপকর্মে জড়িত। কিন্তু তাদের বদলি করা হয় না।
তিনি বলেন, স্থানীয়ভাবে হাসপাতালগুলোতে তারা গড়ে তুলেছেন সিন্ডিকেট, গরিব ও অসহায় রোগীরা টাকা না দিলে সেবা মিলে না। রাষ্ট্রীয় যেকোন গোয়েন্দা সংস্থা দ্বারা যদি নিরপেক্ষ তদন্ত করা হয় তাহলে এর সত্যতা পাওয়া যাবে।##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।