Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজে যোগদিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ৮:৫৭ পিএম

অসুস্থ হয়ে হাসপাতালে ও বাসায় চিকিৎসা গ্রহণের তিন সপ্তাহ পর কাজে যোগদান করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ। সোমবার (১ জুন) দুপুরে তিনি রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে আসেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে, সকালে ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা জানান, মহাপরিচালকের আজ কাজে যোগদান করার সম্ভাবনা রয়েছে। বেলা পোনে ১২টার দিকে প্রফেসর আবুল কালাম আজাদ বলেন, তিনি বর্তমানে সুস্থ্য রয়েছে এবং কাজে যোগদান করেছেন। তিনি সুস্থ্যভাবে দায়িত্ব পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ১২ মে সাময়িকভাবে মহাপরিচালকের দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে লেখা স্বাস্থ্য মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আমি নি¤œস্বাক্ষরকারী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, অসুস্থতাজনিত কারণে সাময়িক সময়ের জন্য অফিসে আসতে পারব না। এই সাময়িক সময়ের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতর থেকে তার অসুস্থতার বিষয়ে কোন তথ্য জানানো না হলেও তিনি ছুটিতে যাওয়া প্রসঙ্গে সেই সময় বলেছেন, তার জ্বর জ্বর বোধ হচ্ছে। শুরুর দিকে কয়েকদিন বাসায় থেকে চিকিৎসা নিলেও পরবর্তিতে তার শ্বাস-প্রশ্বাসের কষ্ট দেখা দিলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ