Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে মঙ্গল বাম জোটের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ৩:৩১ পিএম

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (২ জুন) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে সকল জেলা-উপজেলা শাখাকে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে।
বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, বাসের ভাড়া পূর্বেই যা বৃদ্ধি করা হয়েছিল সেটাই অযৌক্তিক ছিল। সেই সময়ও জনগণ তা মানেনি। করোনা পরিস্থিতি যখন ভাড়া কমানো প্রয়োজন, তখন নতুন করে বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত করোনায় বিপর্যস্ত জনগণের ওপর ‘মড়ার ওপর খাড়ার ঘা’ উল্লেখ করে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান বাম জোটের এই সমন্বয়ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ