Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিছিয়ে যাচ্ছে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:২২ এএম

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রোববার। মাধ্যমিকের ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের জুন মাসের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা গ্রহণ করেছিল আন্তঃশিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কারণে এখন পিছিয়ে যাচ্ছে এই কার্যক্রম। সামাজিক দূরুত্ব নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ নানা বিষয়ে সমস্যা তৈরি হতে পারে বিধায় এই সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি প্রফেসর মু. জিয়াউল হক বলেন, জুন মাসে কলেজে ভর্তি কার্যক্রম শুরু করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ভর্তি প্রক্রিয়াটা আরেকটু পরে শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মাসে আদৌ শুরু হবে কি না তা নিশ্চিত নয়। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। কলেজে ভর্তির সঙ্গে ১৭ থেকে ১৮ লাখ শিক্ষার্থী জড়িত। ভর্তির সময় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিছু কাজ করতে হয়, ফলে এই সময় তারা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর শিক্ষা প্রতিষ্ঠানতো এখনও বন্ধ, কাজেই অপেক্ষা করছি।
মে মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হলে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ড থেকে বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয়ভাবে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর হারুন-আর-রশিদ বলেন, সার্বিক পরিস্থিতিতে ভর্তি প্রক্রিয়া এখনই শুরু করা যাচ্ছে না। সেপ্টেম্বরের দিকে যেহেতু (একাদশ শ্রেণির) ক্লাস শুরুর চিন্তা, তাই এখনই ভর্তি প্রক্রিয়া শুরু করাটা রিস্ক হয়ে যায়। কারণ অনলাইনে কলেজে ভর্তির আবেদন করা গেলেও শিক্ষার্থীরা কম্পিউটারের দোকানে যায়, কলেজে যায়। আমাদের যে অভিজ্ঞতা, প্রতিদিন চার থেকে পাঁচ হাজার অভিভাবক বোর্ডেই আসেন। হয়ত আবেদন করতে পারেননি বা আবেদন করার সময় ভুল হয়েছে, সেটা ঠিক করতে দৌড়ে আমাদের কাছে আসেন। এসব বিচার-বিশ্লেষণ করে বলছি সামাজিক দূরত্ব মানা সম্ভব হবে না।ৃতবে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু করতে আমাদের সব প্রস্তুতি রয়েছে।



 

Show all comments
  • ড. বি এম শহীদুল ইসলাম ২ জুন, ২০২০, ১০:২০ এএম says : 0
    একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী জুলাই মাসে অথবা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুরু করলে ভালো হয়।
    Total Reply(0) Reply
  • Monsur ali ২ জুন, ২০২০, ১১:৩৭ এএম says : 0
    ডিজিটাল যুগে বসে থেকে কোন লাভ নেই এই সমস্যা রোগ আমাদের সাথেই থাকবে।তাই আমার মনে হয় ঘরে বসেই অনলাইনে সব সম্ভব।
    Total Reply(0) Reply
  • মোঃ হযরত আলী ২ জুন, ২০২০, ৯:১৩ পিএম says : 0
    আমরা জানতে চাচ্ছি যে এ মাস থেকেই কি কলেজে ভর্তী হওয়া যেতে পারে.?
    Total Reply(0) Reply
  • মোঃ আলমগীর হোসেন ৩ জুন, ২০২০, ৯:৩৯ পিএম says : 0
    অনলাইনে ভর্তি টা যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। ভর্তি টা কি মে মাসেই করবেন জুনে করবেন।
    Total Reply(0) Reply
  • মো.রাশেদ ৩ জুন, ২০২০, ১০:৫২ পিএম says : 0
    কলেজের ভর্তি কার্যক্রম কবে শুরু হবে? জুন মাসে না জুলাই মাসে? কত তারিখ?
    Total Reply(0) Reply
  • Rafat Khalifa ৪ জুন, ২০২০, ২:১৪ পিএম says : 0
    College admission kobe
    Total Reply(0) Reply
  • শিহাব ৪ জুন, ২০২০, ৬:৪০ পিএম says : 0
    HSC ভর্তি কবে শুরু হবে
    Total Reply(0) Reply
  • Motia Akter ৭ জুন, ২০২০, ৩:৩৫ পিএম says : 0
    এইচএসসি ভর্তি জুন মাসে নাকি জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে,নাকি সেপ্টেম্বরের স্কুল কলেজ খোলার পরে হবে ?
    Total Reply(0) Reply
  • Motia Akter ৭ জুন, ২০২০, ৩:৩৬ পিএম says : 0
    এইচএসসি ভর্তি জুন মাসে নাকি জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে,নাকি সেপ্টেম্বরের স্কুল কলেজ খোলার পরে হবে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ