Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়ায় নিহত মাগুরার লাল চাঁদের বাড়িতে শুধুই কান্না

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:১১ এএম

কাজের সন্ধানে লিবিয়ায় গিয়ে মানবপাচারকারী চক্রের এলোপাতাড়ি গুলিতে নিহত ও আহতর বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের মধ্যে এক জনের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যাক্তির নাম লাল চাঁদ ইসলাম। সে নারায়ণপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। আহত ব্যক্তি হলো একই গ্রামের ফুল মিয়ার পুত্র তারিকুল ইসলাম।

আহত তারিকুলের বোনজামাই মো. জিনারুল ইসলাম জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে কামাল হাজী নামে এক দালালের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে তারা লিবিয়া যায়। তারা দু’জনই টাইলস মিস্ত্রী। লিবিয়ার ত্রিপলীতে টাইলস মিস্ত্রির কাজ পাইয়ে দেবে বলে তাদের নিয়ে যায়। কিন্তু গত সাতমাসে তাদের লিবিয়ার ত্রিপলীতে পৌছে দিতে পারেনি দালালচক্রটি। তাদেরকে লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে একটি ক্যাম্পে আটকে রেখেছিল এবং সেখানেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ