Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলা যাবে না: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১১:২০ এএম | আপডেট : ৬:১১ পিএম, ৩১ মে, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিক্ষার্থীরা যাতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত না হয় সেজন্য এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হবে না।

আজ রোববার (৩১ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলা যাবে না। পরিস্থিতি দেখে তারপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।’

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

ফল প্রকাশকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হয়তো এখন আমরা কলেজ খুলব না। শিক্ষাপ্রতিষ্ঠান আমরা খুলতে পারছি না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। যাতে করে এই করোনাভাইরাস দ্বারা শিক্ষার্থীরা আক্রান্ত না হয়, কারণ এরা আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎ তো আমি ঝুঁকিতে ফেলতে পারি না। সেই কারণে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্মুক্ত করব না। আমরা দেখি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমে আমরা তখন উন্মুক্ত করব।’

শিক্ষার্থীদের সময় নষ্ট না করে ঘরে বসে পড়াশোনা করার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবাইকে অনুরোধ করব সবাই যেন ঘরে বসে পড়াশোনা করে। এটা একটা পড়াশোনার ভালো সুযোগও। আমদের নিজেদেরও এখন বেশি কাজ নেই- অনেক কিছু জানার ও পড়ার সুযোগ পাচ্ছি। সেটাও কম কথা না। এখানে আমি বলব সবাই মনযোগ দিয়ে পড়াশোনা করবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব তারা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। শিক্ষকদের বলব তাদের সেই শিক্ষাই দেবেন, এই শিক্ষাটা হচ্ছে শুধু নিজে ভালো থাকা না, দেশের কল্যাণে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা। যেটা জাতির পিতা আমাদের বারবার শিখিয়েছেন।’

প্রধানমন্ত্রী বলেন,‘মানুষের কল্যাণেই যেন তারা নিবেদিত প্রাণ হয় সেই শিক্ষাই তারা যেন গ্রহণ করে, দেশকে ভালবাসা, মানুষকে ভালবাসা, মানুষের প্রতি কর্তব্যপালন করা।



 

Show all comments
  • শওকত আকবর ৩১ মে, ২০২০, ১১:৩৪ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সকল সিদ্ধান্তের প্রতি শ্রোদ্ধা রেখেই বলছি। ডেকোরেটর ব্যাবসায়ীদের একটু দেখবেন।
    Total Reply(0) Reply
  • শামছুল হক ৩১ মে, ২০২০, ১২:৩১ পিএম says : 0
    ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়ার আশাস প্রদানকরায় মাননিও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৩১ মে, ২০২০, ৯:০৭ পিএম says : 0
    ছাত্র/ছাত্রীরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ এই কথাটা আমরা বলে থাকি কিন্তু এর উপর আমল করিনা। মানে এই কথাটা আমরা আমাদের জীবনে প্রতিফলিত করি না। আমাদের দেশের অভিভাবকরা মনেই করেননা যে তার সন্তানরা দেশের ভবিষ্যৎ। তারা মনে করেন তাদের সন্তান হবে টাকা উপার্জনের একটা মেশিন, সেই মেশিন থেকে কাড়ি কাড়ি টাকা আসবে আর তারা সেই টাকায় আরাম আয়েশ করবে। ২০০০ সালের আগের কথা তখন আমি প্রতিবছরই ৩ বা ৪ সপ্তাহের জন্যে দেশে যেতাম তখন আমি গ্রামের বাড়ি গেল আমারই আত্মীয় স্বজনকে বলতে শুনেছি ‘আমার ছেলে কলেজের নেতা তাঁকে সবাই ভয় করে, সে যা চায় তাই করতে পারে’। আমি হতভম্ব হয়ে যেতাম কিভাবে একজন পিতা ছেলে সন্ত্রাসী হওয়াকে সম্মান হিসাবে দেখে থাকেন!!! কাজেই আমাদের বুঝতে হবে আমাদের সন্তানরা শুধুই আমাদের ভবিষ্যৎ নয় এরা দেশের ভবিষ্যৎ। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবসময়ই বলতে শুনেছি ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলতেন “আমার সোনার ছেলেরা”। কথাটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় আবার তিরস্কার ভাষায় অনেক খবর প্রকাশ হতো কারন ছাত্র লীগের কিছু সদস্যের কারনে সমাজ অতিষ্ট হয়ে উঠেছিল। এরপরও নেত্রী হাসিনা ছাত্রদেরকে সোনার ছেলে বলেই আসছেন এটা তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি ছাত্রদেরকে সোনার ছেলে বানাবেন। এখন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আগের তুলনায় এখন ছাত্রসমাজ অনেকটা পরিবর্তন হয়েছে। ধরে নেই এর পরিমাণ ১০% তাহলেও বলতে হবে সোনার ছেলে তৈয়ার শুরু হয়েছে এটাই আমাদের জন্যে মঙ্গলকর। আল্লাহ্‌ জননেত্রী শেখ হাসিনার ইচ্ছাকে বাস্তবায়িত করুন। আমিন
    Total Reply(0) Reply
  • MD. Milon Miah ১ জুন, ২০২০, ১২:২৮ এএম says : 0
    শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়ার কথা বলার কারণে আমি প্রধান মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।
    Total Reply(0) Reply
  • MD. Milon Miah ১ জুন, ২০২০, ১২:২৮ এএম says : 0
    শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়ার কথা বলার কারণে আমি প্রধান মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ