Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরমকাল কুপোকাৎ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১২:০২ এএম

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে বজ্রবৃষ্টি, দমকা হাওয়া ও মেঘ-বাদলের আবহে জ্যৈষ্ঠ মাসে এখন তৃতীয় সপ্তাহ। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় নিকলিতে ৫৭ মিলিমিটার।
আবহাওয়া বিভাগ জানায়, খুলনা ও রংপুর বিভাগে বৃষ্টি ছিল ছিটেফোঁটা। অন্যসব বিভাগে তুলনামূলক বেশিই বৃষ্টিপাত এবং হিমেল বাতাসের দাপটে গ্রীষ্মের তাপদাহ কুপোকাৎ। এই স্বস্তিকর সুশীতল আবহাওয়ার ধারা চলছে বৈশাখ থেকেই।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫ ডিগ্রি সে.। ঢাকায় পারদ ৩১.৮ সর্বোচ্চ ও সর্বনিম্ন ২৩.২ ডিগ্রি সে.। আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, দেশের সবকটি বিভাগের অনেক স্থানে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ায় পরিবর্তন এবং এরপরের ৫ দিনে বৃষ্টি-বজ্রবৃষ্টির প্রবণতা হ্রাসের সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ