Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটি আর বাড়ছে না : সীমিত আকারে চলবে গণপরিবহন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ৯:৪৮ পিএম | আপডেট : ১২:১৩ এএম, ২৮ মে, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চলমান সাধারণ ছুটি ৩০ মে'র পর আর বাড়ছে না। স্বাস্থ্যবিধি মেনে খোলা হবে অফিস-আদালত। একই সাথে সীমিত আকারে চলবে গণপরিবহনও। এ বিষয়ে বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলার ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। প্রতিমন্ত্রী জানান, সীমিত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে। নৌপরিবহন, ট্রেনও চলবে বলে তিনি জানান।
এর আগে বুধবার বিকালে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত প্রজ্ঞাপন আমরা পেয়েছি মাত্র। দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে প্রায় আড়াই মাসের মতো সাধারণ ছুটি চলছে, যেটা গত ২৬ মার্চ থেকে কয়েক দফায় বাড়ানো হয়। তবে এবার ৩০ মে'র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না।
প্রতিমন্ত্রী বলেন, ৩১ মে থেকে সরকারি বেসরকারি সব অফিস পুরোদমে কাজ শুরু হবে। তবে জুনের মাঝামাঝি মানে ১৫ জুনের একটি নির্দিষ্ট সময়সীমা সবাইকে বেঁধে দেয়া হচ্ছে, এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানও ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। গণজমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ধর্মীয় উপাসনালয় খোলা থাকবে। এক জেলা থেকে অন্য জেলায় যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০ মে'র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না। তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে। বয়স্ক এবং গর্ভবতীরা অফিসে আসবেন না। আপাতত ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস নেয়া যাবে। তিনি আরও বলেন, ৩১ মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলবে। অর্থনৈতিক কর্মকা- চালু রাখতে সীমিত পরিসরে সব অফিস খোলা রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, রাত আটটা থেকে সকাল ৬টা পর্যন্ত আগের মতো চলাচল সীমিত থাকবে। হাটবাজার দোকানপাট বিকাল ৪টা পর্যন্ত চলবে।
এদিকে, গণ জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ধর্মীয় উপাসনালয় খোলা থাকবে।
মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ার পর ক্রমে পরিস্থিতির অবনতি হতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। যদিও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে তারপরেও সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত আসছে সরকারের পক্ষ থেকে।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত পড়ার পর ক্রমে পরিস্থিতির অবনতি হতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সরকার ঘোষিত ছুটির সঙ্গে বন্ধ রাখা হয় দেশের সব দোকানপাট ও শপিংমল। এমন পরিস্থিতিতে ২৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় দেশের সব বিপণি বিতান ও মার্কেটগুলো। তবে ৩০ তারিখ থেকে মার্কেট খোলা রাখার ইঙ্গিত দিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খোলা হয়েছিলো সারাদেশের দোকানপাটগুলো। তবে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মহানগর দোকান মালিক সমিতির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল ঈদের দিন থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।
ফলে আগামী ৩০ মে শনিবার থেকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধি-নিষেধ মেনে যথানিয়মে প্রতিষ্ঠান খোলা রাখার সম্ভাবনা রয়েছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা এখনো চরম পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ২৯২ জনে। এছাড়া একই সময়ে মৃত্যু হয়েছে ২২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪৪ জনে। তবে অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনা করে সীমিত আকারে কিছু কিছু খাতে অচলাবস্থা কাটাতে চাচ্ছে সরকার।
করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ছুটি বাড়ানো হয় ২৫ এপ্রিল পর্যন্ত। পঞ্চম ধাপে ২৬ এপ্রিল থেকে ০৫ মে পর্যন্ত ও ষষ্ঠ দফায় ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আর সর্বশেষ ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।



 

Show all comments
  • MD Abdul Kayuaim Hossain ২৭ মে, ২০২০, ১১:২৪ পিএম says : 0
    আর গণপরিবহন বন্ধ রাখার কোন যুক্তি দেখি না।
    Total Reply(0) Reply
  • Nirob Prodhan ২৭ মে, ২০২০, ১১:২৫ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ! যারা বেশি ভয় পান তারা ঘরে থেকে পুরো বছর হোম কোয়ারেন্টাইন পালন করুন। বাকিরা আল্লাহর উপর ভরসা করে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিন। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কারণ এক করোনাই সকল স্বাস্থ্য সেবা থেকে মানুষকে বঞ্চিত করছে এবং সকল শ্রেণির মানুষকে আর্থিক ভাবে অসচ্ছল করে তুলেছে। আল্লাহ্ আমাদের সহায় হোন, আমীন।
    Total Reply(0) Reply
  • Nirob Prodhan ২৭ মে, ২০২০, ১১:২৫ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ! যারা বেশি ভয় পান তারা ঘরে থেকে পুরো বছর হোম কোয়ারেন্টাইন পালন করুন। বাকিরা আল্লাহর উপর ভরসা করে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিন। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কারণ এক করোনাই সকল স্বাস্থ্য সেবা থেকে মানুষকে বঞ্চিত করছে এবং সকল শ্রেণির মানুষকে আর্থিক ভাবে অসচ্ছল করে তুলেছে। আল্লাহ্ আমাদের সহায় হোন, আমীন।
    Total Reply(0) Reply
  • Abduz Zaher ২৭ মে, ২০২০, ১১:২৬ পিএম says : 0
    এই ঘোষনায় অভিজ্ঞমহল খুব্ধ। নিরাপত্তাহীন মানুষ আরো বেশি অনিরাপত্তায় পড়ে গেলো। আল্লাহ আপনি একমাত্র ভরসা সবাই কে নিরাপদে রাখুন।
    Total Reply(0) Reply
  • Md Sakib ২৭ মে, ২০২০, ১১:২৬ পিএম says : 1
    তারমানে আমরা অতি অগ্রিম লকডাউন পালন করে পেলেছি তাহলে! যার কারণে যখন কঠোর লকডাউন প্রয়োজন তখন আমরা বাধ্য হচ্ছি সবকিছু স্বাভাবিক করে দিতে।
    Total Reply(0) Reply
  • A G Rubel ২৭ মে, ২০২০, ১১:২৭ পিএম says : 1
    স্বাস্থ্যবিধি মেনে ৩ ফুট দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে কি বিয়ে করা যাবে???
    Total Reply(0) Reply
  • Abdullah Al Hasib ২৭ মে, ২০২০, ১১:২৭ পিএম says : 2
    মানে এইবার সর্বনাশ চুড়ান্ত পর্যায়ে যাবে। সীমিত শব্দটা একসময় ঠিকই তার ক্ষমতার প্রভাব খাবে ।তখন সে বুঝে সে কতটা সীমিত
    Total Reply(0) Reply
  • Latiful Islam ২৭ মে, ২০২০, ১১:২৮ পিএম says : 0
    সরকার কে ধন্যবাদ। ট্রেন ‌ও গণপরিবহন চালু করার জন্য।
    Total Reply(0) Reply
  • abdur rafi ২৮ মে, ২০২০, ৩:০০ এএম says : 0
    tik asay podanmontri k donno bag . gono poribohon chalu kora dorkar..
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ