Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহামারীতে ভেদাভেদ ভুলে চিকিৎসা সেবা নিশ্চিত করুন-ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ৯:২৯ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট পরীক্ষার ট্রায়াল স্থগিত না করে ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার ক্রমেই বেড়ে চলছে। তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত হয়ে যেমন মারা যাচ্ছে সাধারণ মানুষ, তেমনি বিশিষ্ট ব্যক্তি, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, নার্সসহ বরেণ্য ব্যক্তিবর্গ। এমন করুণ মুহুর্তে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণবিষয়।

তিনি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনা থেকে বাঁচতে সর্বদা আল্লাহর উপর ভরসা এবং তওবা ইস্তিগফার করার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ