Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ : নেটিজেনদের উদ্বেগ ও দোয়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৬ মে, ২০২০, ৮:৩৮ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বর্ষিয়ান চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরীকরোনা ভাইরাস পজেটিভ। সোমবার (২৫ মে) কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার এ খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন। ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ল্যাবে রোববার (২৪ মে) নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিয়ে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা ডা. জাফরুল্লাহর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তার ফেইসবুক পেইজে লিখেন, ‘অসীম দায়িত্ববোধ থেকে তিনি ছোটাছুটি করতেন নানা কাজে। সবসময় ভয় হতো উনাকে নিয়ে। অবশেষে তাই হলো। ডা. জাফরুল্লাহ করোনা আক্রান্ত হয়েছেন।তিনি বলেন, গণস্বাস্থ্যের কিট আছে বলেই সঙ্গে সঙ্গে জানতে পেরেছি। না হলে আমি ১শ' জনকে আক্রান্তও করে ফেলতে পারতাম। তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এই অসামান্য মানুষটার জন্য সবাই দোয়া করি।’

ওয়াসিম ফারুক লিখেন, ‘ডা. জাফর উল্লাহ চৌধুরী আজীবন মুক্তিযোদ্ধা।একাত্তরে মাতৃভূমির স্বাধীনতার জন্য বিলেতের উচ্চশিক্ষার জীবন ছেড়ে এসেছিলেন রণাঙ্গনে। দেশ স্বাধীন করে দেশ ও মানুষের জন্য আজন্ম লড়ছেন । ভাগ্যবদল ভোগ বিলাসের জীবন নয়, দেশ ও মানুষের ভাগ্যবদলের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। গরিবের চিকিৎসক হিসেবে দেশের সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্হার জন্য ছুটছেন গ্রাম থেকে গ্রামান্তরে। করোনার ভয়াবহ থাবায় দেশ আক্রান্ত হওয়ার পরই ঝাঁপিয়ে পরেছেন করোনা যুদ্ধে। কিন্তু আজ এই জাতীয় বীর আজ করোনায় আক্রান্ত। নিয়মিত ডায়ালাইসিস করা কিডনিরোগী ডা: জাফর উল্লাহ চৌধুরীসহ বিশ্বের যে যেখানেই মহামারি করোনায় আক্রান্ত সবার জন্যই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। হে মালিক আপনি আমাকে, আমার দেশ ও বিশ্বকে করোনার থাবা থেকে মুক্তি দিন। সবাইকে হেফাজত করুন। আমিন’

ডা. জাফরুল্লাহর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে জুয়েল খান লিখেন, ‘আমি একজন বাঙালিকে দেখেছি যে কিনা জীবনভর এই অভাগা বাংলার মানুষকে দিয়েই গেলো। কিছু পাওয়ার আশা করেছে বলে কখনও মনেই হয় নি, কেননা মানুষটা দেশটাকে খুব ভালোবাসে আর তা তাঁর কর্মেই প্রকাশ পায়। তার কর্মযজ্ঞ দেখছি এবং শুনেছি, বিস্ময়ের সকল সীমা অতিক্রম করেছেন: • ১৯৭১ সালে........ আজ জানতে পারলাম তাঁর করোনা ভাইরাস(COVID-19) পজেটিভ! মহান সৃষ্টিকর্তার কাছে বাংলার একজন ক্ষুদ্র নাগরিক হয়ে স্যারের জন্য দোয়া করি আল্লাহ্ তাঁকে এই অভাগা বাঙালীদের নিয়ে ভাবার জন্য হলেও দ্রুত সুস্থতা দান করুক।’

নাহিদ হাসান লিখেন, ‘আপনি দেশের সূর্য সন্তান। দোয়া করি আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।’

‘আমি জাফর উল্লাহ স্যারে ছবিতে বাংলাদেশের মানচিত্র দেখি। আল্লাহ উনাকে দ্রুত সুস্হতা দান করুন।’ - মুহাম্মদ সেলিম সরকারের প্রার্থনা।

মিজানুর রহমান লিখেন, ‘আল্লাহ, দীর্ঘ ১ মাস রোযা রেখেছি তোমার সন্তুষ্টির জন্য! তুমি যদি আমার একটি রোযার কিয়াদাংশও পছ্ন্দ কর, তার অছিলায় শ্রদ্ধেয় স্যারকে এই ব্যাধি থেকে হেফাজত কর! স্যারের জন্য বড্ড ভয় হচ্ছে! কেননা ওনার বয়স হয়েছে, উপরন্তু তিনি একজন কিডনি রুগী!’

দোয়া ও শুভ কামনা জানিয়ে আজিজুর রহমান লিখেন, ‘সাদা মনের মানুষ ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য অনেক শুভকামনা ও ভালবাসা। বর্তমান সময়ে সাহসী এই বীর মুক্তিযোদ্ধার জন্য বিনম্র শ্রদ্ধা। তার আশু আরোগ্য কামনা করছি। মহান আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ