Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসে আরও একজন চিকিৎসকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২০, ৪:০১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক আমেনা খান মারা গেছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার আমেনা ক্লিনিকের গাইনি বিভাগের চিকিৎসক ছিলেন তিনি। একই সঙ্গে আমেনা ক্লিনিকের মালিক ছিলেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ বলেন, চিকিৎসক আমেনা খান করোনায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসক আমেনা খান দীর্ঘদিন নারায়ণগঞ্জ হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন তিনি। অবসর নেয়ার পর শহরের খানপুর এলাকায় আমেনা জেনারেল হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করেন তিনি। নিজের হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন চিকিৎসক আমেনা। করোনায় আক্রান্ত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন; মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ১৫ এপ্রিল দেশের প্রথম চিকিৎসক হিসেবে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয়।
এরপর গত ৩ মে দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামানের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ মে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন মারা যান। এ নিয়ে দেশে চারজন চিকিৎসকের করোনায় মৃত্যু হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ