Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে বিমান বিধ্বংসে এবং আমফানে নিহতের ঘটনায় বিএনপির শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ১২:০৬ এএম | আপডেট : ১২:১৪ এএম, ২৪ মে, ২০২০

পাকিস্তানের করাচি সংলগ্ন এলাকায় পিআই এর বিমান বিধ্বস্ত হয়ে ৯৯ জন আরোহীর মধ্যে ৯৭ জনের নিহত হওয়ার ঘটনা এবং বাংলাদেশসহ ভারতের সবচেয়ে বিপর্যস্ত রাজ্য পশ্চিমবঙ্গের কোলকাতা, চব্বিশ পরগণা ও দক্ষিণবঙ্গ এবং অন্যান্য রাজ্যে সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে অনেক মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাকিস্তানের জাতীয় এয়ারলাইন্সের বিমান দূর্ঘটনায় যাত্রী ও ক্রুসহ ৯৭ জনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। করোনা ভাইরাসের অভিঘাতের ওপর এই দূর্ঘটনা পাকিস্তানের জনগণের জন্য মর্মস্পর্শী। হৃদয়বিদারক এই দূর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দূর্ঘটনায় মৃত্যুবরণকারী যাত্রী ও ক্রুদের রুহের মাগফিরাত এবং যে দু’জন যাত্রী গুরুতর আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে সুপার সাইক্লোন আম্ফান ঘূর্ণিঝড়ের কারণে বাড়িঘর, নদীর বাঁধ ভেঙ্গে ফসলের ক্ষেত ভেসে যাওয়া, এলাকার পর এলাকা ধ্বংস হয়ে যাওয়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াই নয়, এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে বাংলাদেশসহ ভারতের অনেক মানুষ প্রাণ হারিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা, চব্বিশ পরগণাসহ দক্ষিণবঙ্গে প্রলয়ঙ্কারী এই ঘূর্ণিঝড় সবচেয়ে বেশী আঘাত হেনেছে। পশ্চিমবঙ্গসহ ভারতের অন্যান্য রাজ্যে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষ অতিদ্রুত তাদের এই বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং সেসব এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা অতিদ্রুত ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত প্রধান। এক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকার ঘূর্ণিঝড় কবলিত পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলসহ অন্যান্য রাজ্যে মানুষের পুণর্বাসনে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। তিনি ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ