পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির হোসেন মাঝি (৩৮) নামে এক দোকন কর্মচারীকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের আলদী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মনির টঙ্গীবাড়ীর আলদি বাজারের মাঝি কসমেটিকসের কর্মচারী। গতকাল বুধবার সকালে মনির ওই দোকানে বিক্রি করছিলো। এ সময় হঠাৎ ৭-৮ জন লোক এসে মনিরকে টেনে হেঁচরে বাইরে এনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে দ্রæত উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন দৈনিক ইনকিলাবকে জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার মহশেপুর গ্রামের অটোচালক রাজু মিয়ার নেতৃত্বে এ ঘটনা ঘটে।
তিনি আরো জানান, গত মঙ্গলবার ঘাতক রাজুর ইজিবাইকে করে মনির বাড়ি ফেরার পথে ইজিবাইকটি এক সাইকেলকে ধাক্কা দেয়। এই নিয়ে সাইকেল আরোহীর সাথে রাজুর কথা কাটাকাটিতে মনির সাইকেল আরোহীর পক্ষ নেয়। এ নিয়ে রাজুর সাথেও মনিরের কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর জের ধরেই গতকাল বুধবার সকালে রাজু মনিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহত মনির সদর উপজেলার মাকহাটি গ্রামের মৃত অপিজ উদ্দিনের পুত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।