পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মুসলিম বিশ্বের বরেণ্য ব্যক্তিত্ব প্রখ্যাত হাদীস বিশারদ ও ফকীহ ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার শাইখুল হাদীস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার এক শোক বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মরহুম পালনপুরী (রহ.)ছিলেন উপমহাদেশের কওমী মাদরাসা সমূহের প্রাণকেন্দ্র দারুলউলুম দেওবন্দের শায়খুল হাদীস। তিনি বিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে ইলমে দ্বীনের সেবা করে গেছেন। সমকালীন বিশ্বে তাঁকে হানাফী ফিকহের শীর্ষ স্থানীয় মুজতাহিদ ও বিদগ্ধ আলেম হিসেবে বিবেচনা করা হতো। তাঁর ওফাতে গোটা জগৎ একজন মহান ফকীহের বরকত ও সেবা থেকে বঞ্চিত হলো।
প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।