Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পুরনো রূপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কামাল আতাতুর্ক মিসেল | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১২:০১ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদকে সামনে রেখে হঠাৎ করেই যানবাহনের চাপ বেড়ে দ্বিগুণ হয়েছে। যার ফলে গতকাল সোমবার ভোর থেকেই দেশের বাণিজ্য স¤প্রসারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের সোনারগাঁও থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে থেমে থেমে এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
বেলা বাড়ার সাথে সাথে যানজটের মাত্রাও দীর্ঘ হতে থাকে। তবে মহাসড়কে যাত্রীবাহী বাসের চেয়ে ট্টাকের সংখ্যাই বেশি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা করোনা আতঙ্কের কথা চিন্তা না করেই ট্টাকে ও পিকআপ ভ্যানে গাদাগাদি করে বাড়ি ফিরতে দেখা গেছে। সরকারি ছুটি ঘোষণার পর থেকে ঘরমুখো মানুষের সংখ্যা এ মহাসড়কে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্টাকের সংখ্যাই বেশি। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
গৌরীপুর এলাকায় যানজটে আটকে থাকা পণ্যবাহী পরিবহনের চালক ফিরোজ মিয়া দৈনিক ইনকিলাবকে বলেন, ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত একই জায়গায় আটকা পড়ে আছি। দাউদকান্দিতে তীব্র যানজটের কারণে মহাসড়কে থেমে থেমে গাড়ি চলাচল করছে। দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের ব্যবসায়ী মনির হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লার রায়পুরে একই জায়গায় প্রাইভেটকারে বসে আছি।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন দৈনিক ইনকিলাবকে বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মহাসড়কে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে ঈদকে কেন্দ্র করে মহাসড়কে হঠাৎ করে প্রাইভেটকার ও পণ্যবাহী গাড়ির বাড়তি চাপ থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি থেমে থেমে চলছে বলে জানান তিনি। তবে যানজট নিরসনে আমরা চেষ্টা করছি। তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঢাকায় ঢুকতে দেয়া হবে না এবং এক জেলা থেকে অন্য জেলায় গাড়ি যেতে দেয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ