পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনার বটিয়াঘাটায় ৬০ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরসহ ২ জন পাচারকারীকে আটক করেছে র্যাব-৬।
গত রোববার রাতে বটিয়াঘাটার হাটবাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে মো. আব্দুর রহমান (৩০) ও কালচাঁদ বাচারের ছেলে ওমালিন্দ বাচার (৩৫)।
র্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব-উল-আলম জানান, র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। আটকের পর তাদের হেফাজতে থাকা একটি কথিত কষ্টিপাথর উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
তিনি জানান, তারা স্বীকার করেছে, পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে পাশবর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কথিত কষ্টি পাথর নিজেদের হেফাজতে রেখেছিলেন। তাদেরক বটিয়াঘাটা থানায় হস্তান্তর পূর্বক মামলা রুজু প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।